শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আজকে যারা গণতান্ত্রিক আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা জাতীয় বেঈমান । এই মহাসমাবেশস্থলে ইন্টারনেট নেই। যারা ইন্টারনেট বন্ধ করেছে তারা অবৈধ সরকারের দালাল। যারা আমাদের সমাবেশে আসতে বাঁধা দিয়েছে তারা স্বৈরাচারের দোসর হিসেবে লিপিবদ্ধ থাকবেন ।
আমীর খসরু বলেন, ‘খালেদা জিয়াকে আমরা জেল থেকে মুক্ত করব, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব। তবে কারো দয়ায় নয়, জনগণ মুক্ত করে আনবে। আমাদের এই সরকার পতন আন্দোলন কোনো বাঁধা দিয়ে ঠেকানো যাবে না। আগামীতে ঝড় তুফান, সকল বাঁধা উপেক্ষা করে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে।
এই অবৈধ সরকারের আর বৈধতা নেই। এ সরকারের অবস্থান দেশেও নেই, বিদেশেও নেই। এদের ডানে-বামে কেউ নেই। আজ সারা পৃথিবী বাংলাদেশের একনায়কতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কিন্তু সরকার বেহায়ার মত ক্ষমতা ধরে রেখেছে। এরা আবারও একতরফা নির্বাচন করে ক্ষমতা ধরে রাখতে চায়। কিন্তু এ দেশে তা আর হবে না, বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
বিএনপির মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply