শিবচর এক্সপ্রেস:
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। সরকারের ঘোষিত এই ২২ দিনব্যাপী অভিযানে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রাখা হয়েছে।
এই অভিযানের সফল বাস্তবায়নে ৯ অক্টোবর মাদারীপুরের শিবচরে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন । শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই সভায় উপজেলা প্রশাসন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইলিশ সম্পদ রক্ষার্থে বিভিন্ন পদক্ষেপের ওপর আলোচনা হয় এবং টাস্কফোর্স কমিটির সদস্যরা অভিযান বাস্তবায়নে করণীয় বিভিন্ন পদক্ষেপের প্রস্তাব দেন।
Leave a Reply