ইয়াসিন কাজী শিবচর এক্সপ্রেস :
ভারতের হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং বিজেপি নেতা নীতিশ রানে ও রামগিরি মহারাজ কর্তৃক এ বক্তব্যের সমর্থনের প্রতিবাদে রবিবার শিবচরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাদ আসর শিবচর প্রেসক্লাবের সামনে থেকে মানববন্ধনের আয়োজন করা হয়।
স্থানীয় মুসলিম জনতা এ মানববন্ধনে অংশগ্রহণ করে এবং পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শিবচরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে আবার ৭১ সড়ক হয়ে নন্দকুমার স্কুল মোরে এসে শেষ হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরজাদা হানজালা সাহেব। তিনি বলেন, “আমরা এ ধরনের কটুক্তির তীব্র নিন্দা জানাই এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি যে, এসব উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক তিনি আরো বলেন, এদেশের মুসলমানদের দিলের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে, আমরা এতদিন যাদেরকে বন্ধু মনে করেছিলাম আমাদের বন্ধু নামে ভারত কলঙ্কৃত করেছে। যাকে আমরা আমাদের বাবার থেকে বেশি ভালোবাসি যাকে আমরা আমাদের মায়ের থেকে বেশি ভালোবাসি সেই মুহাম্মদ (সা.) নিয়ে তারা কটুক্তি করেছে। আমরা আমাদের রসূলের জন্য বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত আছি। এ সময় পীরজাদা হানজালা হুঁশিয়ারি করে বলেন” আমার নবীর ইজ্জতের উপর আঙ্গুল তুলেছে আমরা বলব ভারতের দূতাবাস বাংলায় দেখতে চাই না। ভারতের দূতাবাস ভেঙে চুরমার করে দেয়া হবে, দূতাবাসে আগুন জ্বালিয়ে দেয়া হবে। আমাদের এই আওয়াজ যদি ভারতের কান পর্যন্ত না পৌঁছায় সরকার যদি এটার মীমাংসা না করে তাহলে আমরা স্পষ্ট বলতে চাই ভারতের পণ্য আমরা বাংলায় দেখতে চাই না , ভারতের পণ্য আমরা বয়কট করবো। এছাড়াও অন্যান্য বক্তারা ভারতের কটুক্তিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভ ও মানববন্ধনে শিবচরের বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply